• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রান্তিক মানুষের টিকা নিবন্ধন করে দেবে ‘কাশফুল’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

গ্রামাঞ্চলের মানুষের করোনা ভাইরাসের টিকা নিবন্ধন করে দেবে সামাজিক সংগঠন কাশফুল যুব সংঘ।

এ উপলক্ষে রোববার (২৫ জুলাই) বিকেলে নগরকান্দার শাকরাইল গ্রামকেন্দ্রিক এ যুব সংগঠন বিন্যাতলী বাজারে করোনা সচেতনতামূলক প্রচারণা করে। এতে যোগ দেন ‘কাশফুল যুব সংঘে’র নেতারা।

প্রচারণা থেকে করোনা ভ্যাকসিনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে গ্রামবাসীদের প্রচারপত্র ও নিবন্ধন টোকেন বিলি করা হয়। তুলে ধরা হয় টিকা গ্রহণের প্রয়োজনীয়তার কথা।

এ প্রসঙ্গে কাশফুল যুব সংঘের সাধারণ সম্পাদক এস এএম নিয়ামুল হোসেন মানিক বলেন, “সরকার বিন্যামূল্যে করোনা টিকা সরবরাহ করলেও গুরুত্বপূর্ণ এই টিকার ব্যাপারে গ্রামের তৃণমূল মানুষেরা কমই সচেতন। তাই আমরা এই সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছি।”

সংগঠনের কোষাধ্যক্ষ আরিফুজ্জামান হিমন করোনা টিকা নিয়ে বিভিন্ন ভুল ধারণার ব্যাপারে মানুষকে সচেতন করেন। বলেন, “করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বিকল্প নেই। এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাই আমাদের সবার এই সুযোগ গ্রহণ করা উচিত।”

করোনা ভাইরাস ও এর ভুল চিকিৎসা সম্পর্কে সচেতনতামূলক নানা তথ্য তুলে ধরেন কাশফুলের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক শোয়াইব হোসাইন সাব্বির।

কাশফুল সভাপতি বাবুল হোসেন ফিরোজ বলেন, এলাকাবাসীর ভালোর জন্য, যুব সমাজের উন্নতির জন্য এরকম আরও কর্মসূচি নিতে চায় কাশফুল যুব সংঘ।

এই সচেতনামূলক কর্মসূচিতে সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সুমন, দপ্তর সম্পাদক রাতুল ইসলাম রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ