• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ আগস্ট ২০২১  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা রোগীদের জন্য ইউনিভার্সাল সান সোসাইটির উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৬ আগস্ট) উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন।

এ সময় গোপালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা কবিরুল ইসলাম, ইউনিভার্সাল সান সোসাইটির সভাপতি এডভোকেট খান চমন-ই- এলাহি, সহ-সভাপতি দিদারুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ওসিকুর রহমান, প্রচার সম্পাদক নাজিম শিকদার, ইউপি সদস্য দবিরুল হাওলাদার, শিক্ষক ওলিইল্লাহ হাওলাদার, সমাজসেবক আবুল বাশার খান, শওকত আলী খান উপস্থিত ছিলেন।

ইউনিভার্সাল সান সোসাইটির সভাপতি এডভোকেট খান চমন-ই-এলাহি বলেন, ইউনিভার্সাল সান সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। আমাদের একদল প্রশিক্ষিত টিম রয়েছে। এই টিমের মোবাইল নম্বর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। এই টিমের সদস্যদের কাছে ফোন করলেই করোনা রোগীরা ফ্রি অক্সিজেন সেবা পাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ