• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১  

গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ এ টিকাদান করছে । টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ।

আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া, পাইককান্দি, লতিফপুর, গোপীনাথপুর ইউনিয়ন সহ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা থেকে সুরক্ষায় এ টিকা দেওয়া হচ্ছে । পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের কোভিড-১৯ টিকাদানে অগ্রাধিকার দেওয়া হবে । জেলার পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৭৮টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান চলছে। এ কর্মসূচিতে জেলার ১ লাখ ২০ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে ।

এছাড়া, প্রতিটি টিকাদান কেন্দ্রে সকলকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহন করার আহ্বান জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ