• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, উপ-পরিচালক ওয়াহিদ আল মাসুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।

এ সময় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ