• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

গোপালগঞ্জে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির সরদারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের ভোজেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মো. হাসান শেখ ও টিটু সরদারসহ কয়েক যুবক মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। একপর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে খেলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে কিছুক্ষণ পর জাহিদ শেখ টিটু সরদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় টিটুর চাচাতো ভাই কবির সরদার ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে জাহিদ।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির সরদারকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত টিটু সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আর এম ও ডা. সঞ্জিব কুমার ধর বলেন, কবির সরদারকে আমরা মৃত অবস্থায় পায় এবং টিটু সরদার মারাত্মক জখম ছিল। এখনো তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ