• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্র নিহত, মা আহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাজু শেখ (১৪) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা মিলি বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা শহরের বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু শেখ বেদগ্রামের সাকায়েত শেখের ছেলে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু শেখ বাড়ির পাশের পুকুরের পানি মোটর দিয়ে সেচে মাছ ধরতে নামে। মোটর থেকে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়লে সে গুরুতর আহত হয়। মা মিলি বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে পুকুরে নামলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজু শেখকে মৃত ঘোষণা করেন। মা মিলি বেগম হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় হৃদয়বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জীব কুমার ধর বলেন, হাসপাতালে আনার আগেই স্কুলছাত্র রাজুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত মিলি বেগম হাসপাতালে ভর্তি রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ