• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২  

গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় নীলের মাঠে একদল যুবক ক্রিকেট বল খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এর জেরে শনিবার সকালে ওই এলাকার মহসিন শেখ ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মৃধার সমর্থকরা ঢাল-সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতদের মধ্যে জাকির হোসেন (৬০), মাসুদ খাঁ (৪২), বাদল (৩৫), দীপু শেখ (৩২), মো. জসিম শেখ (২৫), রাজিব খাঁ (২৪), জামাল শেখ ও মো. রাকিব শেখকে (২২) আহত অবস্থায় কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ