• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০২২  

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং গোপালগঞ্জ জেলা পুলিশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সকল স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরে বক্তারা।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষকসহ সকল স্তরের নারীরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র লিয়াকত হোসেন লিকু, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নেহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)খায়রুল আলম বক্তব্য রাখেন। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ