• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে ছুরিকাঘাতে হত্যা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২  

গোপালগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রে পোল গোমেজ (৪২) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার করেছে সেখানে চিকিৎসাধীন এক ব্যক্তি। হত্যায় জড়িত কিংকর বাড়ৈকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামের বাংলাদেশ ইয়ুথ ফাষ্ট কনসার্নের (বিওয়াইএফসি) আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।

পোল গোমেজ ঢাকার সাভারের রাসেল গোমেজের ছেলে। তিনি ওই মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জ ছিলেন।

মাদক নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু জানান, সকাল সাড়ে ৭টার দিকে রান্না ঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে পোল গোমেজকে হত্যা করে সেখানে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ। গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ