• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ মে ২০২২  

গোপালগঞ্জ শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল।

আজ সোমবার (০৯ মে) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, ১১ হাজার ৭৬০ লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এমন গোপন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্স এ অভিযান চালানো হয়। এ সময় ৬০ ড্রামে ১১ হাজার ৭৬০ লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে বিক্রি ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে মন্ডল ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ