• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মে ২০২২  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মেলায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী মনোমুদ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় ৮ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন। কাঁসারঘণ্টার তালে তালে নেচে নেচে লাঠিয়ালরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। এর পরে চলে লাঠি নিয়ে একে অপরের উপর আক্রমণ পাল্টা আক্রমণ। কয়েক হাজার নারী-পুরুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এই লাঠি খেলা উপভোগ করেন। লাঠি খেলোয়ারদের বিভিন্ন অঙ্গ ভঙ্গি প্রদর্শন দেখে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উৎসাহ দান করেন। 

এই লাঠি খেলা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিনসহ বিভিন্ন সরকারি বেসসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
লাঠি খেলার দলনেতা বর্ষাপাড়া গ্রামের ফজলুল হক ফকির (৭৫) বলেন, দীর্ঘ ৫০বছর ধরে আমি এই লাঠি খেলছি। আকাশ সাংস্কৃতির আগ্রাসনে এ লাঠি খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। আমি চাইবো আগামী প্রজন্ম যেন দেশের ঐতিহ্যবাহী এই খেলাটি ধরে রাখে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, বাঙালি জাতির গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ লাঠি খেলার আয়োজন করা হয়েছে। আমরা আগামীতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ