• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরো মেয়র এক প্রার্থী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন। ফলে এ নির্বাচনে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জন সরে দাঁড়িয়েছেন।

নির্বাচনী মাঠে এখন নারিকেল গাছ প্রতীক নিয়ে শেখ রকিব হোসেন ও হাতপাখা প্রতীক নিয়ে মো. দিদারুল ইসলাম রয়েছেন।

রোববার (১২ জুন) রাতে নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মুশফিকুর রহমান লিটন।

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহমান লিটন বলেন, ‘গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন উন্মুক্ত করে দেয়ায় ১০ জন প্রার্থী ভোট যুদ্ধে নামেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে রকিব হোসেনকে মনোনয়ন দেওয়ায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। রকিব হোসেনকে সমর্থন দিলাম কারণ সে দলীয় প্রার্থী। আমার সমর্থকদের রকিব হোসেনকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

এর আগে, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি এম সাহাব উদ্দিন আজম, রেজাউল হক সিকদার রাজু, দীলিপ কুমার সাহা দীপু, মো. আবুল ফত্তাহ সজু, এস এম নজরুল ইসলাম নুতন ও কাজী লিয়াকত আলী লেকু সরে দাঁড়ান। আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ