• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিএনপি রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল: শাজাহান খান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। যাচাই-বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাজ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে, তাহলে এটা দুঃখজনক।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালিপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোনও টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

এসময় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ