• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বশেমুরবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়ে এসে শেষ হয় । এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কৃষি অনুষদের ডিন, ফিসারিজ বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা অবমুক্ত করণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মাহবুব এবং কৃষি অনুষদের ডিন, ফিসারিজ বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকরা।

মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভাগের চেয়ারম্যান বলেন বেশি করে মাছের পোনা অবমুক্তকরন করতে হবে যাতে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মাহবুব বলেন এটা দেখে আমি খুব আনন্দিত হলাম এবং এই মৎস্য পোনা পুকুরে অবমুক্তকরন করাতে। তিনি আরো বলেন আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালি হিসেবে মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য। মাছের পুষ্টির গুনাগুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা রয়েছে। নদী নালা, খাল বিল অভয়ারণ্যে বেশি করে দেশি মাছ রাখতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ