• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আটক ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালে অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত মীর নিহান নামের ঐ শিক্ষার্থী গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা।

জানা যায়, আজ শনিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮০৮ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থী কর্তব্যরত শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। পাশাপাশি স্থানীয় পরিচয় দিয়ে ঐ শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন। পরে কর্তব্যরত শিক্ষকরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় প্রচলিত আইন অনুযায়ী তার পরীক্ষা বাতিলসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। আটককৃত ঐ পরীক্ষার্থী বর্তমানে গোপালগঞ্জ সদর থানার পুলিশের সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও শুধু একজন শিক্ষার্থী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এ জন্য আমরা তার পরীক্ষা বাতিল করেছি। তার বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ