• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাক খাদে নিহত ১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। রবিবার (২৮সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চালকের সহকারী মো. রাসেল হাওলাদার (২৮) খুলনা শহরের বাগমারা এলাকার মকবুল হাওলাদারের ছেলে। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার মো. রাসেল মারাত্মক আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ