• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২  

গোপালগঞ্জের বর্নি বাওড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নবাসির উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বর্নি বাওড়ে অনুষ্ঠিত এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খুলনা, নড়াইল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ২০টি সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা অংশ নেয়। এর মধ্যে সবার নজর কাড়ে মহিলাদের নৌকা বাইচ। নান্দনিক এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। 

নৌকা বাইচ দেখতে মঙ্গলবার বিকেল থেকেই বর্নি বাওড়ের দু’পাড়ে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। গোপালগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শক আসেন প্রতিযোগিতা উপভোগ করতে। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ।

গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা শিবানী সাহা বলেন, ‘এবারই প্রথম নৌকা বাইচ দেখার সুযোগ হলো। নৌকা বাইচ দেখে অনেক ভালো লাগলো।’ 

গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বলেন, ‘নৌকা বাইচ আমাদের দেশের সাংস্কৃতির একটি ঐতিহ্য। কিন্তু শহুরে পরিবেশের কারণে এখন তা হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ