• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জমি নিয়ে বিরোধের জেরে গোলাঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  

গোপালগঞ্জ জমিজমা সংক্রান্ত সীমানা বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে ধানের গোলাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন। তবে গোলাঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়ে ধানসহ বিভিন্ন ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ব্যাপারে একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে আজিজুল শেখকে দায়ী করে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ঘরমালিক দুলাল শেখ।

জানা যায়, বাড়ির জমির সীমানা নিয়ে আসামিদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল বাদী পক্ষের। ঘটনার দিন সকালে ঐ জমির উপর থাকা ঘরটি অন্যত্র সরিয়ে নিতে চাপ সৃষ্টি করে। দিনের মধ্যে সরিয়ে না নিলে তারা নিজেরাই ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ঘরটিতে আগুন লেগেছে দেখতে পান। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হন। এরই মধ্যে ঘরে থাকা ৩০ মণ ধান এবং অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পেরেছে একটি ঘর আগুন লেগে পুড়ে গেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ