• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

গোপালগঞ্জে বিএসটিআই-এর লাইসেন্স না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজুলিয়া বাজার ও জেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আল আমিন সরকার।

বিএসটিআই-এর পরিদর্শক আবুল মতিন জানান, ব্যবসায়ীরা বিএসটিআই-এর লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন কিনা তার তদারকিতে অভিযান চালানো হয়। এসময় কাজুলিয়া বাজারের জনি বেকারী লাইসেন্সবিহীন ভাবে পণ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে ওই বেকারীর মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া একই অপরাধে জেলা শহরের আলিফ হট কেক বেকারীর মালিককে ৫শ' টাকা জরিমানা করা হয়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ