• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে কংশুর খালের পুনঃখনন কাজ উদ্বোধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২  

গোপালগঞ্জ জেলার কংশুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

কংশুরে ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খাল মধুমতি নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে সড়ক বিভাগের উদ্যেগে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।রোববার সকালে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া মহাসড়কের কংশুর নামক স্থানে এ খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ।

এসময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুনন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি)  মো. মামুন খান, সওজ উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোয়াব আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ  সভাপতি খায়রুল মোল্লাসহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খাল নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে এলাকাবাসীর দীর্ঘদিনে দাবী ছিল। এ এলাকার কৃষকরা স্থায়ী জলাবদ্ধতার কারনে যুগ যুগ ধরে চাষাবাদ করতে পারছিল না। কুমার ও মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগের ফলে করপাড়া, দুর্গাপুর, উলপুর ইউনিয়নের কৃষকরা ব্যাপক উপকৃত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ