• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘প্রশিক্ষনের উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টেকনোলিজ এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুহলস ফর আন্ডার প্রভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়)শীর্ষক প্রকল্প উপলক্ষে উপজেলা প্রশাসনের ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয় ২মাস মেয়াদী কম্পিউটার বেসিকও নেটওয়াকিং প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠান আয়োজনে করেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশ্রাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম মোল্যা, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অভিমান্য চন্দ্র। কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন বাহার,সমাজ সেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন  উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান প্রমুখ।মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে  ৪০ জন সুবিধাভোগীরা ২ মাস ব্যাপি প্রশিক্ষন গ্রহন করেন।

 আলোচনা শেষে  অতিথী বৃন্দরা সুবিধাভোগীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ