• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন আল-আকসা মসজিদের ইমাম ও খতিব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পূণ্যভূমি ফিলিস্তিনের আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। 

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ সাফায়াতিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার বিভিন্ন আলেমগণ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ্যাড. রাকিদুল ইসলামসহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার আলেমগণ উপস্থিত ছিলেন। 

পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মুসলিম এতিমখানা পরিদর্শন করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ