• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১১ রমজান ১৪৪৪

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে পাহাদারের মুখ বেধে গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ব্যাসপুর সড়কের বেলতলায় এ ছিনতায়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছিনতাই হওয়া মালামালগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।

ঘটনার বর্ণনা জানিয়ে গ্যাস ব্যবসায়ী মামুন বলেন, মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২ টার দিকে ট্রাকটি কাশিয়ানী বেলতলা বাজারে পৌছায়।সেখানে গাড়ি পাকিং করে চালক বাড়িতে গেলে দুর্বৃত্তরা পিকআপ নিয়ে সেখানে আসে। বাজারের পাহাদারের মুখ বেধে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ট্রাকটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১ টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোলপ্লাজা অতিক্রম করে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ