• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

গভীর শ্রদ্ধা ও ভালবাসার মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কোটালীপাড়া থানা, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এরপর সকাল ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার (ওসি তদন্ত) আশরাফ উদ্দিন, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ