• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয়করণ বঞ্চিত প্রাথমিক শিক্ষক সমিতির শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

মঙ্গলবার দুপুরে সভাপতি শেখ মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক লিটন খানের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সদস্য জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, আনিছুর রহমান, আনছার আলী, আবুল বাশার, নাজমা খাতুন, মনিন্দ্রনাথ, কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় করেছিলেন। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ২০১৩ সালের ৯ জানুয়ারি ঘোষণা করেছিলেন ২৭ মে ২০১২ সালের পূর্বে স্থাপিত আবেদনকৃত ও দলিলকৃত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে। ঘোষণা অনুযায়ী ২৬১৯৩ টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। কিন্তু, ২৭ মে ২০১২ এর পূর্বে স্থাপিত আবেদনকৃত ও দলিলকৃত হওয়ার পরও আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ হতে বাদ পড়েছে। আমরা মানীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি আমাদের জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ করে বঙ্গবন্ধুর এই বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ