• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। এতে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীর আগমন ঘটে। 

এদিকে প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করতে আশপাশের কয়েক জেলা থেকে আগত নানা বয়সের লাখো মানুষের সমাগমে স্থানটি মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতা শেষে দেওয়া হয় পুরস্কার।

বিশিষ্ট ব্যবসায়ী গাজী হাফিজুর রহমানের উদ্যোগে দাসেরহাট গ্রামবাসী তৃতীয়বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (২৭ মার্চ) বিকালে মুকসুদপুরের দাসেরহাট গ্রামের গো-চারণ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৪টি ঘোড়া অংশ নেয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক রাউন্ডে চলে এ প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় আমডাঙ্গার শিমুল শেখের ঘোড়া প্রথম, অভনগরের মাসুদ রানার ঘোড়া দ্বিতীয় ও  অভয়নগরের নেছার ফকিরের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ী ঘোড়ার মালিকের হাতে নগদ ৫ হাজার টাকা ও অন্যান্য ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী গাজী হাফিজুর রহমান।

গাজী হাফিজুর রহমান বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে লালন ও ধারণ করার জন্য এবং নতুন প্রজন্ম যাতে এসম্পর্কে ধারণা পায় সেজন্য প্রতি বছরই এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে গ্রামবাসী। তরুণরা এখন ঘববন্দি অবস্থায় থাকে। আমাদের ঐতিহ্যবাহী এসব খেলাগুলো অনুষ্ঠিত হলে তরুণরা ঘর ছেড়ে মাঠমুখী হবে। এতে তরুণরা মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ