• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে সিজিডিএফ’র গোলাম ছরওয়ারের শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা খাতের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।

বুধবার (২৯ মার্চ) দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রতিরক্ষা খাতের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার ডিফেন্স পারচেজ আফরোজা সুলতানা সালেহা, ঢাকা সেনাবাহিনীর আর্থিক উপদেষ্টা (এসএফসি) মোস্তফা কামাল, জেসিজিডিএফ মুহাম্মদ খাদেমুল বাশার, ডেপুটি সিজিডিএফ নাজমুল হাসান, সেনাবাহিনীর এফসি (পে-২) সেলিনা বিনতে সামাদ, এফসি (বিবিধ) শফিকুর রহমান, কুমিল্লার এরিয়া এফসি পলাশ বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সিজিডিএফ মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা বঙ্গবন্ধুর সমাধি সৌধের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ