• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫), সঞ্জয় বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগী (৪০)। এ ঘটনায় আরো আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিজয়পাশা ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষে সন্ধ্যায় চার ব্যবসায়ী নসিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে ফিরছিলেন। পথে সোনাশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নসিমনের চালক ও ব্যবসায়ী দিনেশ অধিকারী নিহত হন। আহত হন সঞ্জয় বৈরাগী, মিহির বৈরাগী ও পথিক নামে নসিমনে থাকা অপর তিন ব্যবসায়ী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীর মৃত্যু হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ