• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আঁখি রায় (৬) ও আহমুদুল্লাহ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধারাবাশাইল ও হরিণাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আঁখি রায় ধারাবাশাইল গ্রামের ভবেন রায়ের মেয়ে। অপরদিকে আহমুদুল্লাহ হরিণাহাটি গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে আঁখি ও আহমুদুল্লাহ নিজ নিজ বাড়িতে খেলছিল। পরিবারের লোকজন হঠাৎ তাদের দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে পুকুরে তল্লাশি চালায়। দুই বাড়ির দুটি পুকুর থেকে আঁখি ও আহমুদুল্লাহকে তাদের পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, পুকুরে ডুবে আঁখি রায়ের মুত্যুর সংবাদটি আমরা পেয়েছি। তবে আহমুদুল্লার মুত্যুর সংবাদটি এখনো পাইনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ