• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাউবি উপাচার্যের শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবির) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। শ্রদ্ধা শেষে সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন উপাচার্য।

এ সময়  উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, সব স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্য।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ