• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় পাট ব্যবসায়ী নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩  

গোপালগঞ্জে পাট বোঝাই নসিমনের এক্সেল ভেঙ্গে হাবিবুর ফকির(২৭) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় চালক  আলম মুন্সি(৩৫) আহত হয়েছে । নিহত হাবিবুর কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের ওমর আলি ফকিরের ছেলে।

আজ মঙ্গলবার(২৪ অক্টোবর)দুপুরের দিকে সদর উপজেলার হারিদাসপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী হাবিবুর গোপালগঞ্জ সদরের বিভিন্ন স্থান থেকে পাট কিনে একটি নসিমনে করে কাশিয়ানী সদরে যাচ্ছিলেন।পথিমধ্যে সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের উপর নসিমনের এক্সেল ভেঙ্গে দূর্ঘটনায় পড়ে। এতে দুইজনই মারাত্মক আহত হয়।

আহতদের সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষনা করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ