• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদর চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড ও এক দফা দাবির বিরুদ্ধে বিভিন্ন স্লোগন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, জাহিদুর রহমান,  সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা কৃষকলীগের সভাপতি সরদার মজিবুর রহমান, উপজেলা যুবলীগ আহব্বায়ক শেখ শাহরিয়ার বিপ্লব প্রমুখ। এসময় উপজেলা ইউনিয়ন, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ