• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

শেখ হাসিনার পদত্যাগে কাশিয়ানীতে বিএনপির বিজয়োল্লাস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪  

শেখ হাসিনা পদত্যাগে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিজয়োল্লাস ও সমাবেশ করেছে বিএনপি, ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে মিছিল সহকারে উপজেলা শহিদ মিনার চত্বরে এসে জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখানে স্লোগানের মাধ্যমে বিজয় উল্লাস করেন। পরে শহিদ মিনার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করে তারা।

উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লার সভাপতিত্বে আয়োজিত আনন্দ সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান মিল্টন, সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক শেখ সেলিমুজ্জামান সেলিম, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরিফ টিটো, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল বক্তব্য দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ