• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গুচ্ছগ্রামের জায়গা দখল করে দোকান নির্মাণ করে জুয়ার ব্যবসা করার অভিযোগ উঠেছে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে চাঁন মিয়া ও তার ৫ ছেলের বিরুদ্ধে। রোববার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন একই গ্রামের বেলায়েত ফকির নামের এক ব্যক্তি। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯-২০১০ সালে টুঙ্গিপাড়া কোটালীপাড়া সড়ক নির্মাণ করতে গিমাডাঙ্গা মৌজার বিআরএস ১২০৩৩ দাগে চান মিয়া ও তার শরিকদের ১৩ শতক জমি অধিগ্রহণ করে সরকার। এছাড়া ওই সড়কের পাশেই রয়েছে সরকারি গুচ্ছগ্রাম। সেই জায়গায় ২-৩ বছর আগে থেকে চাঁন মিয়া ও তার ছেলেরা দোকান নির্মাণ করে পরিচালনা করছেন ক্যারাম জুয়ার ব্যবসা। বর্তমানে সেই দোকানের পাশে আরও দোকান নির্মাণ করতে বালিও এনেছেন তিনি। স্থানীয়রা বাধা দিলে চাঁন মিয়া ও তার ছেলেরা উল্টো খুন ও জখমের হুমকি দেয়। 

অভিযুক্ত চাঁন মিয়ার চাচাতো ভাইয়ের ছেলে ফয়সাল ফকির বলেন, এলএ কেস নম্বর ৫/২০০৯-১০ মূলে এই জায়গা সরকার অধিগ্রহণ করে। তখন প্রত্যেকেই যার যার অংশের টাকা তুলে নিয়ে গেছে। এখন এই জায়গা সরকারি খাস সম্পত্তি হওয়ার পরেও দোকান নির্মাণ করে ক্যারাম বোর্ড জুয়া পরিচালনা করছে। এছাড়া যুব উন্নয়নের জায়গাও দখল করে দোকান ভাড়াও খাচ্ছে তারা। সরকারি সম্পত্তি দখল করার অধিকার কারও নেই।  

অভিযোগকারী একই গ্রামের বেলায়েত ফকির বলেন, চান মিয়া একজন ভূমিদস্য হিসেবে চিহ্নিত। তিনি এভাবেই বিভিন্ন সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করে সেগুলো ভাড়া দিয়ে টাকা নেয়। গুচ্ছগ্রামের জায়গা দখল করেছে এখন তার পাশের জায়গাও দখল করার পাঁয়তারা করছে। তাই খাস সম্পত্তির উপরে অবৈধভাবে দোকান ঘর নির্মাণকারীদের শাস্তির দাবি জানাই।  

এ বিষয়ে অভিযুক্ত চাঁন মিয়া ওই স্থানে তার কিছু জায়গা আছে দাবি করে বলেন, আমি ওইখানে বালি ভরাট করেছি। তবে, কোনো দোকানঘর উঠাবো না। সবাইকে এ ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং সরকারি জায়গা দখল করা অপরাধ। সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ