• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নৌকায় ভোট চেয়েছেন বাঁধন-সায়মন সাদিক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

দেশের প্রথম ডিজিটাল দ্বীপ মহেশখালীতে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য ভোট চাইলেন
জনপ্রিয় অভিনয় শিল্পী আজমেরী হক বাঁধন ও সায়মন সাদিক সাজ্জাদ।
মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার কমিটির এ দুই সদস্য
মহেশখালীর মাতারবাড়ীসহ বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। গণসংযোগের পর কনকনে শীতের রাতে
প্রার্থীর জনসভা মঞ্চে বক্তব্য রেখে ভোট চাইলেন নৌকায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি
আশেক উল্লাহ রফিকের জনসভার আয়োজন করা হয়। সেখানে এসে যোগ দেন ঢালিউঢের জনপ্রিয়
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও চিত্রনায়ক সায়মন সাদিক সাজ্জাদ।
অভিনয় শিল্পীদ্বয় জনতার উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ পুনরায় সরকার
গঠন করে ক্ষমতায় গেলে মহেশখালীতে বাস্তবায়নাধীন মেগাপ্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন
করতে পারবে। এছাড়াও মাতারবাড়ীতে চলমান গভীর সমুদ্র বন্দরসহ অর্থনৈতিক অঞ্চল গড়ার
কর্মযজ্ঞ সম্পন্ন করা গেলে এ দ্বীপকে সিঙ্গাপুরের আদলে মেগাসিটি করা যাবে। তাই শেখ হাসিনার
সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তারকারা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা
ছিলেন নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ড. আনসারুল করিম।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার লবণ ও চিংড়ির ন্যায্যমূল্য নিশ্চিত করেছে।
ইতোমধ্যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। মাতারবাড়ীর সংযোগ সড়কের কাজ কিছু দিনের মধ্যে
শুরু হবে। যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। মাতারবাড়ীতেই প্রতিষ্ঠিত হবে কলেজ ও প্রশিক্ষণ
ইনস্টিটিউট। আপনাদের সন্তানদের কর্মসংস্থান হবে এসব প্রকল্পে। অনেকেই প্রকল্পের বিরুদ্ধে অপ-
প্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনাদের পাশে
আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
এসএম আবু হায়দারের সঞ্চালনায় জনসভায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ
সদস্য আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, সদস্য
অ্যাডভোকেট আবদুর রউপ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওসমান গণি, জেলা যুবলীগের সাধারণ
সম্পাদক শহিদুল হক সোহেল, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ শরীফ বাদশা,
এসএম মুজিবুল হক, এনামুল হক চৌধুরী রুহুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাইচারুল হক
জুয়েল, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, মাতারবাড়ীর চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ
উল্লাহ, কালারমার ছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান,
জেলা পরিষদ সদস্য মশরফা জান্নাত, জেলা কৃষকলীগ নেতা অ্যাডভোকেট মোস্তাক আহমদ, মাতারবাড়ী
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ