• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আমান বাহিনীর হাতে রক্তাক্ত হলেন গয়েশ্বর চন্দ্র!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

পুরনো দ্বন্দ্বের জের এবং প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে ইরফান ইবনে আমানের
কর্মীদের হাতে হামলার শিকার হওয়া গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থতার অভিনয় করে সাধারণ ভোটারদের
সহমর্মিতা ও সমর্থন আদায় করার অপচেষ্টা করছেন বলে বিএনপির ভেতর গুঞ্জন উঠেছে।
বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, ২৫ ডিসেম্বর চুনকুটিয়া এলাকায় প্রচারণা শেষে পরিচর্যা হাসপাতালের
সামনে পৌঁছালে পেছন থেকে তাদের ওপর হামলা করা করে আমান বাহিনী। এতে গয়েশ্বর রায়সহ ২০-২৫ জন
আহত হন। যারা হামলা চালিয়েছে তাদের সবাইকে শনাক্ত করা না গেলেও অনেকেই ইরফান ইবনে আমানের
কর্মী বলে দাবি গয়েশ্বরের নেতাকর্মীদের। এদিকে, হামলার পর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা
নিয়ে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে উপস্থিত হওয়ায় খোদ বিএনপি-জামায়াত সমর্থকদের মাঝে
প্রশ্ন উঠেছে নেতা-কর্মীদের মাঝে। একজন রক্তাক্ত মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিভাবে এত দ্রুত
চিকিৎসা নিয়ে একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হন, সেটি নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন বিএনপির
নেতা-কর্মীরা। ধারণা করা হচ্ছে, সারা দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কোন্দলের জের ধরে বিএনপি-
জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থীদের মাঝে সংঘাতের ঘটনাগুলোকে বিরোধী দলের উপর দায় চাপিয়ে
দেয়ার নাটককে মূলধন করে সমর্থন আদায় করার কৌশলটি নিজের মতো করে অবলম্বন করেছেন গয়েশ্বর
চন্দ্র রায়।
এই বিষয়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও স্থানীয় নেতা অ্যাডভোকেট
কাউসার আহমেদ বলেন, গয়েশ্বর চন্দ্রের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। শুনতে খারাপ
লাগলেও এটি সত্য যে গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা চালিয়েছে ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে
আমানের সমর্থকরা। পূর্ব শত্রুতার জের ধরে এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আমানের সমর্থকরা
গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা চালিয়েছে। যদিও হামলার উদ্দেশ্য ছিলো আওয়ামী লীগের প্রার্থীর
সমর্থকদের শিক্ষা দেয়া। কিন্তু সামনে হঠাৎ করে সামনে পড়ে যাওয়ায় আওয়ামী লীগ সমর্থকদের ভাগের
মার গয়েশ্বর চন্দ্রের ঘাড়ে পড়ে যায়। এই ঘটনার জন্য ইরফান ইবনে আমানের পক্ষ থেকে আমরা
গয়েশ্বর চন্দ্রের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নিয়ে রাজনীতি করার কিছুই নেই। অনেকটা,
নিজের পাতানো ফাঁদে নিজেই ফেঁসে গেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিষয়টি বিএনপির জন্য বিব্রতকর।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ