• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আলোচনার কেন্দ্রে এরশাদ ও রাঙ্গা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

রংপুরে ভোটের হাওয়ায় দল কিংবা মার্কার চেয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এইচ এম এরশাদের রাজনীতি নিয়ে। কেননা এরই মধ্যে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে বাদ দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে নতুন মহাসচিব করা হয়েছে। এই দলটির চেয়ারম্যান ও মহাসচিব—দুজনেরই বাড়ি রংপুর। আর তাই তো আলোচনা এখন তাঁদের নিয়ে।দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর-৩ (সদর) ও নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী।গতকাল মঙ্গলবার রংপুর সদরের শহরের কাচারি বাজার, জাহাজকোম্পানী মোড়, শাপলা চত্বর, টাউন হল চত্বরে গিয়ে জানা যায়, অনেকেই এরশাদ ও জাতীয় পার্টি নিয়ে আলোচনায় ব্যস্ত। তাঁদের কেউ কেউ বলছেন, এরশাদনির্ভর এই দলের অবস্থা এই নির্বাচনই প্রায় শেষ।টাউন হল চত্বরে সাংস্কৃতিক কর্মী রিয়াজুল হক বললেন, ‘এই ভোটে এরশাদ কখনো অসুস্থ। আবার সুস্থ। আবার বিদেশ যাওয়ার কথাও শোনা যায়। তিনি কখন কী যে বলছেন, তা বোঝা মুশকিল।শহরের কাচারি বাজার এলাকার প্রধান ডাকঘরের সামনে ফুটপাতের পাশে একটি চায়ের দোকানে কয়েকজন ভোটার গল্প করছিলেন। শহরের কেরানীপাড়ার বাসিন্দা সুমন সরকার বলেন, ‘রংপুরে তো ভোটের হাওয়া নাই। আলোচনা এখন জাপা এবং এরশাদকে নিয়ে।এ সময় একজন বেসরকারি উন্নয়নকর্মী নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘এবারই জাতীয় পার্টির হয়তো–বা শেষ চান্স। আগামী দিনে এই দলের অবস্থা কী হবে, তা তো সবাই বুঝতে পারছেন।’জনগণের এমন ভাষ্যের সঙ্গে একমত নন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। তিনি বলেন, রংপুরে এরশাদের ঘাঁটি আছে, থাকবে। ভবিষ্যতে দলের অবস্থা আরও শক্তিশালী হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ