• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নারায়ণগঞ্জে ইফতার বিতরণ নিয়ে যুবদলের দুই পক্ষের মারামারি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২  

নারায়ণগঞ্জের বরফকল এলাকায় মহানগর যুবদলের ইফতার মাহফিলে খাবার বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বরফকল এলাকার চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানেই ইফতার বিতরণের সময় প্রায় ১০ মিনিট ধরে চলে এ মারধর। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংশ্লিষ্টরা জানান, ইফতার মাহফিলে কেন্দ্রীয় অতিথিদের পৌঁছাতে দেরি হয়। অন্যদিকে ইফতারের সময় ঘনিয়ে আসায় তারা দ্রুত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন। এর মধ্যেই শুরু হয় আজান। সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের সবার হাতে ইফতার তুলে দিতে পারেনি স্বেচ্ছাসেবকরা। এ সময় সবাই ইফতার বিতরণের স্থানে ভিড় করলে দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে মারধর শুরু করে। প্রায় ১০ মিনিট পর সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। বড় অনুষ্ঠানে এমন বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, তবে আমরা দ্রুত সামলে নিয়েছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ