• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জি এম শাহাবুদ্দিন ও রাজু শিকদার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুন ২০২২  

গোপালগঞ্জে নারকেলগাছ প্রতীকের মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম ও শ্রমিক নেতা মো. রেজাউল হক শিকদার রাজু।

শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের চৌরঙ্গীতে আয়োজিত সমাবেশে শাহাবুদ্দিন আজম এ ঘেষণা দেন। অপরদিকে শহরের সোনাকৌড়ের নিজ বাড়িতে রেজাউল হক শিকদার রাজু সংবাদ সম্মেলনে করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।

জি এম শাহাবুদ্দিন বলেন, দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে শেখ রকিব হোসেনকে মনোনয়ন দেওয়া এবং তার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কারণে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। শহরের পোস্ট অফিস মোড়ে নির্বাচনি অফিস থেকে একটি মিছিল বের করে জি এম শাহাবুদ্দিনের কর্মী সমর্থকরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণার পর নারকেলগাছ প্রতীকের মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেন তাদের বাড়িতে দেখা করতে যান। এসময় নারকেলগাছ প্রতীকের প্রার্থী শেখ রকিব হোসেনকে তারা ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়রপ্রার্থী মৃণালকান্তি রায় চৌধুরী পপা ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর নারকেলগাছ প্রতীকের প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ