• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আ.লীগ নেত্রী নীলাকে দল থেকে বহিষ্কার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নীলাকে আওয়ামী লীগের সকল পদ থেকে বহিষ্কার (অব্যাহতি) করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রকে সুপারিশ করা হবে। এ সংক্রান্ত অব্যাহতিপত্র বুধবার রাতে ইস্যু করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ রয়েছে, দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ তথা গঠনতন্ত্রের ৪৭-এর (ক) এবং ৪৭-এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ-এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকসহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান। এছাড়া উপজেলার পূর্বাচলের নীলা মার্কেটের মালিকও তিনি।

অব্যাহতির বিষয়ে কথা বলতে সৈয়দা ফেরদৌসী আলম নীলার মুঠোফোনের নম্বরে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। বলেন, এখন কথা বলতে পারছি না। পরে তিনি ফোনটি বন্ধ করে দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ