• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিজেরাই লুকিয়ে রেখে গুম বলে প্রচার করছে বিএনপি: কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

গুমের বিষয়ে বিএনপির ক্রমাগত অভিযোগকে মিথ্যাচার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেরাই লুকিয়ে রেখে গুম বলে প্রচার করছে বিএনপি। যেসব গুমের অভিযোগ সত্য, সেগুলোর বিষয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে।

বুধবার (৩১ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের বিচার করবেন মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নিজের দলের গুম, হত্যার বিচার কে করবে ফখরুল ইসলাম আলমগীর? নিজেরাই দলের নেতাকে গুম করে হত্যা করেছে সেই বিচার বাকি আছে। সেটাও ফাঁস হয়ে গেছে। অহেতুক মিথ্যা গুম খুনের কথা আর কত?'

ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের অনেক বিচার বাকি আছে। বঙ্গবন্ধুর হত্যা বিচার জিয়াউর রহমান বন্ধ করেছিল। তিনি মানুষের আদালত থেকে বেঁচে গেলেও ইতিহাসের আদালত থেকে রেহাই পাননি। শুধু মানুষের আদালতই না ইতিহাসের আদালতও আছে। আরও অনেক বিচার অনেক বাকি আছে মির্জা ফখরুল সাহেব।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট আসলেই জন্মদিন পালন করে উল্লাস করে বিএনপি। খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের করলে আমাদের ও দেশবাসীর আপত্তি নেই। কিন্তু ভুয়া জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করলে দেশের জনগণের আপত্তি আছে। সত্যের মুখোমুখি হতে কেন এত ভয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর?’

আওয়ামী লীগকে ভয় না দেখানোর পরামর্শও দেন ক্ষমতাসীন দলের এই নেতা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। আপনারা ভয় পান কেন, ভয়কে যারা জয় করতে জানে না, তারা কাপুরুষ। তাদের রাজনীতি করা অধিকার নেই। ভয়কে জয় করতে শিখুন।’

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ