• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আক্কেলপুরে অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

জয়পুরহাটের আক্কেলপুরে অসময়ের বৃষ্টিতে আগাম আলু, ধান ও শীতকালীন সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিশষ্য চাষ বিলম্বিত হবে। ক্ষতি পোষাতে রোপণ করা আলু জমি থেকে তুলে ফেলছেন কৃষকরা ।

গত বুধবার থেকে থেমে থেমে গুড়ি গুড়ি ও আবার কখনো ভারী বর্ষণে আক্কেলপুর উপজেলায় সব ধরণের ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে রোপণ করা আলুর। এ ছাড়া পাকার মুখে ক্ষেতে নেইয়ে পড়েছে আমন ধানের গাছ। এখন ধানের পরাগায়ন মৌসুম। এ অবস্থায় উৎপাদনের ব্যাঘাত হবে এমনটাই শঙ্কা কৃষদের। অন্যান্য ফসলের মধ্যে ক্ষতিতে পড়েছে গাজর, মরিচ, বেগুন মুলা, লাউ, করলা, শিমসহ বিভিন্ন শাকসবজি।

সরজমিনে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার, রাজকান্দা, ঠেংগাপুর, আউয়ালগাড়ি গ্রাম ঘুরে দেখা গেছে, ক্ষেতের পাশে অনেক কৃষক দাঁড়িয়ে হতাশায় ভুগছেন। রোয়ার গ্রামে গিয়ে দেখা গেল, কয়েকজন কৃষক কিছুটা ক্ষতি পোষাতে তাদের জমি থেকে সদ্য রোপণ আলুর বীজ তুলছেন। কৃষকরা তাদের এ ক্ষতি কিভাবে পোষাবে—সে বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এমনটাই জানালেন আউয়ালগাড়ি গ্রামের কৃষক জয়নাল আবেদ্বীন, শাহজালাল, দেলোয়ার হোসেন ও মতিউর রহমান।

এ পর্যন্ত উপজেলায় প্রায় ১৫শ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করেছিলেন কৃষকরা। আলু ফসলের সাথে তাদের ধানসহ সব ধরণের ফসল অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন বলেন, এ ধরনের অসময়ে বৃষ্টিপাতের ফলে উপজেলার কৃষকদের মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু এবং ধানের যে ক্ষতি তা অপূরণীয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ