• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শেরপুরে অপরিকল্পিতভাবে দুই`শ গজের মধ্যে তিন সেতু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

শেরপুরের নকলায় দুই'শ গজের মধ্যে তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সেতুগুলো নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে।  দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছে তারা।  
ব্রহ্মপুত্রের শাখা সুতি নদী পারাপারে শেরপুরের নকলা উপজেলার চরমধূয়া নামাপাড়া এলাকায় দুই’শ গজের মধ্যে নির্মাণ করা হয় তিনটি সেতু। সাম্প্রতিক বন্যায় সবগুলো সেতুই ক্ষতিগ্রস্ত হয়েছে।   
স্থানীয়দের অভিযোগ, সেতুগুলো নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে।  সাম্প্রতিক বন্যায় ভেঙেছে একটি সেতু। ফাটল ধরেছে আরেকটিতে। এছাড়া ধসে গেছে তিনটি সেতুর সংযোগ সড়ক।  এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুইপাড়ের প্রায় আট গ্রামের মানুষ। 
নতুন সড়কসহ আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমরা সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে পরিকল্পিতভাবে আরেকটি সেতু করবো, যাতে মানুষের চলাচলে উপযোগী হয়। খুব দ্রুতই আমরা এর ব্যবস্থা নিব।
এদিকে, নির্মাণে ত্রুটি নেই উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, সেতুর নিচে মাটি সরে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।  তবে, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।    
তিনি বলেন, এই সমস্যা সেতু তৈরির জন্য হয় নাই। মূলত প্রাকৃতিক দুর্যোগের জন্যই হয়েছে। এলাকার লোকজন যাতে ঠিকমত চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আশ্বাস নয় সমস্যা সমাধানে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ