• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.০৪ ডিগ্রি সেলসিয়াস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত আছে। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। খড়কুটো জ্বালিয়ে কিংবা গরম কাপড় পড়ে শীত নিবারণের চেষ্টা করছে বেশিরভাগ মানুষ। আবহাওয়া অফিস বলছে, দু-একদিনের মধ্যেই তাপমাত্রা কমবে। এরপরই অবস্থার উন্নতি হবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় ১০ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও, রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। এতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাহত হচ্ছে ফেরিসহ নৌ চলাচল। শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ ফাতেমা বেগম রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ