• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাতে আরও কমবে তাপমাত্রা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯  

আগামীকাল (শনিবার) সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সেই সাথে সারাদেশের আকাশ মেঘলা থাকতে পারে। তবে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আব্দুর মান্নান। শুক্রবার দুপুরে আবহাওয়া পরিস্থিতি নিয়ে তিনি একথা বলেন।

এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাথে কনকনে ঠাণ্ডা। এতে জবুথবু জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোগান্তি কমেনি।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ, পঞ্চগড়ের তেতুঁলিয়ায়; ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে সবচেয়ে বেশি কষ্টে দিনমজুর-ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ঢাকার পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্নস্থানে থেমে থেমে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টিপাত আরও দু’এক দিন অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের চাপ। যাদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ