• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাদারীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে যাত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

মাদারীপুরে চরমুগরিয়া থেকে শেখপুর পর্যন্ত ১৬ কিলোমিটার বেহাল সড়কের কারণে চরম ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরা। মাদারীপুর জেলার চরমুগরিয়া থেকে শেখপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের বেহাল দশা। খানা-খন্দ আর দেবে যাওয়া অপ্রশস্ত এ সড়কের ওপর দু'টি সেতু নির্মাণ হলেও পূর্ণাঙ্গভাবে তা কাজে আসছে না। এদিকে, সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদারীপুরের চরমুগরিয়া থেকে শিবচরের শেখপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে খানাখন্দ আর দেবে যাওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরমুগরিয়া থেকে হবিগঞ্জ শাজাহান খান সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের নাজুক পরিস্থিতি।

অন্যদিকে, জেলার শম্ভূক ও হবিগঞ্জের আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দুই বছর আগে নির্মাণ করা হয় দু'টি সেতু। কিন্তু, সড়কটির বেহাল অবস্থার কারণে সেতুগুলো কোনো কাজেই আসছে না।  পাশাপাশি এই সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অপ্রশস্ত দেবে যাওয়া সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী, চালক ও এলাকাবাসীর। এরইমধ্যে সড়কটির জরিপের কাজ শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংস্কারের কথা জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আখতার। দ্রুত সড়ক সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেবে সরকার এমনটাই দাবি স্থানীয়দের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ