• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পরপুরুষের সামনে কি নামাজ পড়তে পারবেন নারীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি রয়েছে ইসলামে। এক কথায় বিশ্বজনীন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম ইসলাম। নারীদের সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুন্ন রাখতেই ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান। মূলত ‘হিজাব বা পর্দা’ নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক।

নারী-পুরুষ সবার ওপর ফরজ নামাজ। বিভিন্ন কারণে নারীকে বাইরে যেতে হয়। তখন হাটে-বাজারে, মার্কেটে ও অফিসে কিংবা অন্য কোনো স্থানে নামাজের সময় হয়ে যেতে পারে। এ অবস্থায় পরপুরুষের সামনে নারীর নামাজ পড়া কি বৈধ? অফিসে বা অন্য কোনো স্থানে পরপুরুষের সামনে নামাজ কি জায়েজ আছে?

এক মিনিটের দূরত্বে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, তা সত্ত্বেও কি কোনো নারী অফিসের অন্য পুরুষ কর্মীদের সামনেই নামাজ আদায় করতে পারবে?

উত্তর- নামাজের অবস্থায় হোক বা নামাজের বাইরে সর্বাবস্থায় নারীদের পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করা নাজায়েজ। তবে একান্ত প্রয়োজনে পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে যাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। মূল কথা যে কোন অবস্থায় পুরুষের আড়ালে গিয়েই নামাজ উত্তম।

অন্যদিকে পরপুরুষের সামনে চেহারা খোলা অবস্থায় নামাজ পড়লে— নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে গায়রে মাহরামের সামনে চেহারা প্রকাশ করার কারণে গুনাহগার হতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ