• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসবে মেতেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা।

শনিবার (৮ অক্টোবর) রাতে স্থানীয় রাজারমাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফানুস উড়িয়ে চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী বলেন, এ উৎসব সকল ধর্মের মানুষের জন্য কল্যাণ নিয়ে আসবে।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা আকাশে রঙ-বেরঙের ফানুস উড়ান। ফানুসের আলোয় রাঙা হয়ে ওঠে সেখানকার আকাশ। উদ্বোধনের পর স্থানীয় শিল্পীগোষ্ঠীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মাতিয়ে তুলেন পাহাড়িরা। 

তিন মাস বর্ষাবাস (উপোস) থাকার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রচলিত আছে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে আকাশে উড়ানো হয় শত শত ফানুস। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈটিং ওয়াই প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ