• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টিকটক নিয়ে বড় সিদ্ধান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের চীনা সংস্করন ডুয়িং নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে ১৪ বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ‘ইয়ুথ মুড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও রোধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ।

ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরোপ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে। ইন্টারনেটে এমন কিছু সেলিব্রেটি রয়েছে, যাদের অন্ধ ভক্ত রয়েছে। ফলে তাদের অনুসরণ করে অপরাধের মাত্রা বাড়তে থাকে।

এদিকে চীনের জনপ্রিয় ‘উইচ্যাট’ নামের ম্যাসেজিং অ্যাপটিও ইয়ুথ মুড চালু করেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ