• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ক্লাউড মার্কেটপ্লেসের চার্জ কমাল গুগল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

এখন থেকে ক্লাউড মার্কেটপ্লেস থেকে ক্রেতারা অন্য ভেন্ডরদের সফটওয়্যার কিনলে আগের তুলনায় কম চার্জ কাটবে গুগল। গুগল ক্লাউড প্ল্যাটফরম থেকে রেভিনিউ শেয়ার ২০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। ফলে এখন থেকে যাদের সফটওয়্যার বিক্রি হচ্ছে তারা আগের তুলনায় বেশি রেভিনিউ নিতে পারবেন। গুগল ক্লাউডের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো অংশীদারদের সেরা প্ল্যাটফরম প্রদান করা এবং এ খাতের সবচেয়ে প্রতিযোগিতামূলক প্রণোদনা প্রদান করা। আমরা নিশ্চিত করতে পারি যে, ইতোমধ্যেই আমাদের মার্কেটপ্লেসে ফি কাঠামো পরিবর্তন কার্যকর হয়েছে। শিগ্গির আরও কিছু জানানো হবে’।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ